Desh Videsh News – Breaking News, Politics, Business & Sports Updates

WBP Constable 2025 GK MCQs Practice Set-7: বাংলা প্রশ্নোত্তর পর্ব

February 1, 2025 | by Deshvidesh News

WBP Constable 2025 GK MCQs Practice Set-7: বাংলা প্রশ্নোত্তর পর্ব

WBP Constable 2025 GK MCQs Practice Set-7: WBP কনস্টেবল 2025 পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সাধারণ জ্ঞান (GK) MCQ প্র্যাকটিস সেট-7। এই সেটের মাধ্যমে আপনারা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর অনুশীলন করতে পারবেন, যা পরীক্ষায় ভালো নম্বর অর্জনে সহায়ক হবে।

এখানে দেওয়া প্রশ্নগুলি পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার পাঠ্যক্রম অনুযায়ী তৈরি করা হয়েছে এবং বিগত বছরের পরীক্ষাগুলির ভিত্তিতে নির্বাচন করা হয়েছে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনার প্রস্তুতি আরও মজবুত হবে।

WBP Constable 2025 GK MCQs Practice Set-7: বাংলা প্রশ্নোত্তর পর্ব
WBP Constable 2025 GK MCQs Practice Set-7: বাংলা প্রশ্নোত্তর পর্ব

WBP Constable 2025 GK MCQs Practice Set-7

1. নিম্নলিখিত কোন জাতীয় উদ্যানটি মহারাষ্ট্রে অবস্থিত নয়?

  • (a) গুগামাল জাতীয় উদ্যান
  • (b) তাদোবা জাতীয় উদ্যান
  • (c) নাভেগাঁও জাতীয় উদ্যান
  • (d) বান্ধবগড় জাতীয় উদ্যান

2. নেলাপট্টু পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?

  • (a) তামিলনাড়ু
  • (b) অন্ধ্র প্রদেশ
  • (c) কর্ণাটক
  • (d) মধ্যপ্রদেশ

3. বিশ্বের একমাত্র দেশ কোনটি যেখানে বাঘ ও সিংহ উভয়ই পাওয়া যায়?

  • (a) কেনিয়া
  • (b) দক্ষিণ আফ্রিকা
  • (c) ভারত
  • (d) চীন

4. দাচিগাম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?

  • (a) কর্ণাটক
  • (b) গুজরাট
  • (c) কেরালা
  • (d) জম্মু ও কাশ্মীর

5. নিম্নলিখিত কোনটি ভারতে জীব সংরক্ষণ এলাকা নয়?

  • (a) কোল্ড ডেজার্ট
  • (b) গির অরণ্য
  • (c) সুন্দরবন
  • (d) নীলগিরি

Also Read: RRB NTPC 2025 Static GK Practice Set-60 for CBT Exam

6. এল্ড’স হরিণের কোন উপপ্রজাতিটি শুধুমাত্র কেবুল লামজাও জাতীয় উদ্যানে পাওয়া যায়?

  • (a) হেমিস জাতীয় উদ্যান, লাদাখ
  • (b) রান্থম্ভোর জাতীয় উদ্যান, রাজস্থান
  • (c) কেবুল লামজাও জাতীয় উদ্যান, মণিপুর
  • (d) পেঞ্চ জাতীয় উদ্যান, মধ্যপ্রদেশ

7. বক্সা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোন খনিজ উত্তোলনের কারণে বিপন্ন?

  • (a) ডোলোমাইট খনন
  • (b) কপার খনন
  • (c) ম্যাগনেটাইট খনন
  • (d) হেমাটাইট খনন

8. শ্রীভিল্লিপুত্তুর হাতি সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত?

  • (a) কর্ণাটক
  • (b) তেলেঙ্গানা
  • (c) তামিলনাড়ু
  • (d) অন্ধ্র প্রদেশ

9. বাঘমারা পিচার প্ল্যান্ট অভয়ারণ্য কোথায় অবস্থিত?

  • (a) মেঘালয়
  • (b) গোয়া
  • (c) কর্ণাটক
  • (d) আসাম

10. নিম্নলিখিত কোন রাজ্যে রোয়া বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত?

  • (a) ত্রিপুরা
  • (b) আসাম
  • (c) পাঞ্জাব
  • (d) হরিয়ানা

Also Read: WBP Constable 2025 GK MCQs Practice Set-6: বাংলা প্রশ্নোত্তর পর্ব

11. লোকহোয়া বন্যপ্রাণী অভয়ারণ্য কোন নদীর দক্ষিণ তীরে অবস্থিত?

  • (a) বরাক
  • (b) ব্রহ্মপুত্র
  • (c) সুবানসিরি
  • (d) গোমতী

12. নিম্নলিখিত কোন রাজ্যে বারনাওপারা বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত?

  • (a) আসাম
  • (b) কর্ণাটক
  • (c) সিকিম
  • (d) ছত্তিশগড়

13. কালি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?

  • (a) অরুণাচল প্রদেশ
  • (b) কর্ণাটক
  • (c) তেলেঙ্গানা
  • (d) আসাম

14. পেপ্পারা বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত?

  • (a) তামিলনাড়ু
  • (b) মেঘালয়
  • (c) পাঞ্জাব
  • (d) কেরালা

15. ভারতের কোন রাজ্যে দণ্ডেলি বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত?

  • (a) মহারাষ্ট্র
  • (b) কর্ণাটক
  • (c) ওডিশা
  • (d) গুজরাট

Answers to the WBP Constable 2025 GK MCQs Practice Set-7

Here are the answers:

  1. (d) বান্ধবগড় জাতীয় উদ্যান
  2. (b) অন্ধ্র প্রদেশ
  3. (c) ভারত
  4. (d) জম্মু ও কাশ্মীর
  5. (b) গির অরণ্য
  6. (c) কেবুল লামজাও জাতীয় উদ্যান, মণিপুর
  7. (a) ডোলোমাইট খনন
  8. (c) তামিলনাড়ু
  9. (a) মেঘালয়
  10. (a) ত্রিপুরা
  11. (b) ব্রহ্মপুত্র
  12. (d) ছত্তিশগড়
  13. (b) কর্ণাটক
  14. (d) কেরালা
  15. (b) কর্ণাটক

The post WBP Constable 2025 GK MCQs Practice Set-7: বাংলা প্রশ্নোত্তর পর্ব first appeared on Karmasandhan.

RELATED POSTS

View all

view all
WhatsApp