WBP Constable 2025 GK MCQs Practice Set-4: বাংলা প্রশ্নোত্তর পর্ব
January 29, 2025 | by Deshvidesh News

WBP Constable 2025 GK MCQs Practice Set-4: পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ২০২৫ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে এই জিকে এমসিকিউ প্র্যাকটিস সেট-৪ আপনার জন্য একটি আদর্শ সমাধান! এই সেটটি বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি বাংলা প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে আপনার সাধারণ জ্ঞানের দক্ষতা যাচাই করতে পারেন। এখানে আপনি পাবেন গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর ভিত্তি করে বহু নির্বাচনী প্রশ্ন, যা পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ এবং কার্যকর করে তুলবে।
এই প্র্যাকটিস সেটের মাধ্যমে আপনি আপনার জ্ঞানকে শাণিত করতে পারবেন এবং পরীক্ষার সময় আত্মবিশ্বাসের সাথে উত্তর দিতে সক্ষম হবেন। WBP কনস্টেবল ২০২৫ পরীক্ষার জন্য প্রস্তুতি নিন এই সেটের মাধ্যমে এবং সাফল্যের দিকে এগিয়ে যান!

WBP Constable 2025 GK MCQs Practice Set-4
Here are the MCQs:
1. হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন-
- a) প্রধানমন্ত্রীর দ্বারা
- b) রাষ্ট্রপতির দ্বারা
- c) সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতির দ্বারা
- d) ক্যাবিনেট-এর দ্বারা
2. সংবিধানের ১৮ নং অনুচ্ছেদে সুরক্ষিত হয়েছে-
- a) সাম্য
- b) স্বাধীনতা
- c) ধর্মীয় স্বাধীনতা
- d) শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার
3. অর্থবিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন—
- a) প্রধানমন্ত্রী
- b) স্পীকার
- c) বিরোধী দলনেতা
- d) রাষ্ট্রপতি
4. ভারতীয় সংবিধানের জিম্মাদার (Custodian) কে?
- a) রাষ্ট্রপতি
- b) উপ-রাষ্ট্রপতি
- c) পার্লামেন্ট
- d) সুপ্রিম কোর্ট
5. এন.আর.সি. বর্তমানে কোন অবস্থায় আছে?
- a) খসড়া
- b) বিল
- c) আইন
- d) উপরের কোনোটিই নয়
Also Read: WBP Constable 2025 GK MCQs Practice Set-3: বাংলা প্রশ্নোত্তর পর্ব
6. নীতি-আয়োগ গঠিত হয়-
- a) ১লা জানুয়ারি, ২০১৫
- b) ১লা জানুয়ারি, ২০১৬
- c) ১লা জানুয়ারি, ২০১৭
- d) ১লা জানুয়ারি, ২০১৮
7. আন্ত-রাজ্য পরিষদ গঠিত হয়-
- a) প্রধানমন্ত্রীর দ্বারা
- b) পার্লামেন্ট-এর দ্বারা
- c) ভারতের প্রধান বিচারপতির দ্বারা
- d) রাষ্ট্রপতির দ্বারা
8. নির্বাচন কমিশন গঠন করেন—
- a) উপরাষ্ট্রপতি
- b) প্রধানমন্ত্রী
- c) রাষ্ট্রপতি
- d) ভারতের প্রধান বিচারপতি
9. ভারত একটি—
- a) রাজ্যসমূহের সংঘ
- b) যুক্তরাষ্ট্র
- c) রাষ্ট্র সমবায়
- d) এককেন্দ্রিক
10. ভারতের সংবিধান অনুসারে, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষিত হয়েছে যে ধারায়—
- a) ২১
- b) ৪৯
- c) ১৩
- d) ৩৭০
Also Read: RRB Group D 2025 Mock Test SET-52: Check Your Preparation Level Now
11. নিম্নলিখিতদের মধ্যে কে সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিলেন না?
- a) মানিকচাঁদ
- b) উমিচাঁদ
- c) মোহনলাল
- d) ক্লাইভ
12. সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন?
- a) অশ্বঘোষ
- b) নাগার্জুন
- c) আর্যভট্ট
- d) হরিষেন
13. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?
- a) সুচেতা কৃপালনী
- b) সরোজিনী নাইডু
- c) বিজয়লক্ষ্মী পন্ডিত
- d) ইন্দিরা গান্ধী
14. দিল্লীর কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপে ভগৎ সিংহের সঙ্গী কে ছিলেন?
- a) চন্দ্রশেখর আজাদ
- b) বাঘা যতীন
- c) বটুকেশ্বর দত্ত
- d) পরমচাঁদ
15. “স্বদেশ বান্ধব সমিতি” কে প্রতিষ্ঠা করেন?
- a) অশ্বিনীকুমার দত্ত
- b) পুলিন দাস
- c) সূর্য সেন
- d) বারীন্দ্র ঘোষ
16. ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত পশ্চিমঘাট পর্বতমালা বেশ গুরুত্বপূর্ণ। এখানে ‘ঘাট’ কথার অর্থ কী?
- a) বন্দর
- b) সিঁড়ি
- c) বিচ্যুতি
- d) ফাঁক বা পথ
17. নবগঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী কী?
- a) অমরাবতী
- b) সেকেন্দ্রাবাদ
- c) হায়দ্রাবাদ
- d) বিশাখাপত্তনম
18. পোলাভারম প্রকল্প যে নদীর সাথে সংশ্লিষ্ট সেটি হল—
- a) কাবেরী
- b) পেন্নার
- c) কৃষ্ণা
- d) গোদাবরী
19. নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয়?
- a) জলপাইগুড়ি
- b) মালদা
- c) কলকাতা
- d) বর্ধমান
20. পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল দেখা যায়—
- a) কোচবিহার
- b) নদীয়া
- c) পশ্চিম মেদিনীপুর
- d) দক্ষিণ ২৪ পরগণা
Answers to the WBP Constable 2025 GK MCQs Practice Set-4
Here are the Answers:
- b
- b
- b
- d
- c
- a
- d
- c
- a
- a
- c
- d
- b
- c
- a
- b
- c
- a
- b
- c
The post WBP Constable 2025 GK MCQs Practice Set-4: বাংলা প্রশ্নোত্তর পর্ব first appeared on Karmasandhan.
Hot Categories
Recent News
Daily Newsletter
Get all the top stories from Blogs to keep track.
RELATED POSTS
View all
Prasar Bharati Vacancy 2025: Online Application Ends Today, Check Details & Apply
January 10, 2025 | by Deshvidesh News
SBI Clerk 2025 Practice MCQ Series-31: Answer All Questions Now
February 4, 2025 | by Deshvidesh News
CSIR CEERI Recruitment 2025 Apply Now for Project Assistant and JRF Vacancies
February 28, 2025 | by Deshvidesh News