Desh Videsh News – Breaking News, Politics, Business & Sports Updates

Kolkata Police Constable 2025 GK Practice SET-1, বাংলা প্রশ্নোত্তর পর্ব

February 14, 2025 | by Deshvidesh News

Kolkata Police Constable 2025 GK Practice SET-1, বাংলা প্রশ্নোত্তর পর্ব

Kolkata Police Constable 2025 GK Practice SET-1: Kolkata Police Constable পরীক্ষার প্রস্তুতির জন্য এই জেনারেল নলেজ (GK) প্র্যাকটিস সেটটি আপনাদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এই সেটে বাংলা ভাষায় বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে, যা পরীক্ষায় আপনার জ্ঞান ও প্রস্তুতিকে আরও শাণিত করবে।

এই প্রশ্নোত্তর পর্বে ভারত ও বিশ্বের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অর্থনীতি, খেলাধুলা, চলচ্চিত্র, এবং অন্যান্য সাধারণ জ্ঞানের বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর সহ চারটি অপশন দেওয়া হয়েছে, যা আপনাকে পরীক্ষার প্যাটার্ন বুঝতে এবং সময় ব্যবস্থাপনায় দক্ষ হতে সাহায্য করবে। পরীক্ষায় সাফল্য পেতে নিয়মিত অনুশীলন এবং গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখা অত্যন্ত প্রয়োজন। এই প্র্যাকটিস সেটটি আপনাকে সেই লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে।

Kolkata Police Constable 2025 GK Practice SET-1, বাংলা প্রশ্নোত্তর পর্ব
Kolkata Police Constable 2025 GK Practice SET-1, বাংলা প্রশ্নোত্তর পর্ব

Kolkata Police Constable 2025 GK Practice SET-1

Here are the MCQs:

1. “কিলোওয়াট ঘণ্টা” দ্বারা কোন ভৌতরাশি পরিমাণ করা হয়?

  • a) তড়িৎশক্তি
  • b) তড়িৎক্ষমতা
  • c) তড়িৎ প্রবাহমাত্রা
  • d) তড়িৎ প্রভেদ

2. আদিনা মসজিদ কোথায় অবস্থিত?

  • a) অজান্তা
  • b) পান্ডুয়া
  • c) মাঁটি
  • d) পুরুষপুর

3. নাগার্জুন সাগর প্রকল্পটি কোন্ নদীর উপর অবস্থিত?

  • a) কাবেরী
  • b) কৃষ্ণা
  • c) গোদাবরী
  • d) তুঙ্গা

4. সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা কে??

  • a) শিবরাজ পাতিল
  • b) মায়াবতী
  • c) বিলাসরাও দেশমুখ
  • d) মুলায়ম সিং যাদব

5. বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে?

  • a) আশাপূর্ণা দেবী
  • b) মহাশ্বেতা দেবী
  • c) স্বর্ণকুমারী দেবী
  • d) বাণী বসু

    6. একটি ইলেকট্রন বর্জন করে কোন পরমাণু নিম্নলিখিত কোন শ্রেণীতে পরিণত হয়?

    • a) ক্যাটায়ন
    • b) অ্যাপায়ন
    • c) আয়ন
    • d) নিস্তড়িৎ পরমাণু

    7. ন্যানোমিটার সমান—

    • a) 10⁻⁹ মিটার
    • b) 10⁻⁶ মিটার
    • c) 10⁻³ মিটার
    • d) 10⁻² মিটার

    8. ভারতের বৃহত্তম রিভার লিফ্ট ইরিগেশন প্রকল্পটি কোন্ রাজ্যে অবস্থিত?

    • a) মধ্যপ্রদেশ
    • b) হরিয়ানা
    • c) পাঞ্জাব
    • d) হিমাচলপ্রদেশ

    9. ভারতের লোকসংখ্যা কত?

    • a) 1 বিলিয়ন
    • b) কিছু কম 1 বিলিয়ন
    • c) 1.10 মিলিয়ন
    • d) 1.50 বিলিয়নের উপর

    10. বিধবা বিবাহ আইন কোন্ বৎসর পাশ হয়?

    • a) 1854
    • b) 1856
    • c) 1858
    • d) 1860

    Also Read: SBI PO 2025 Practice Mock Test Series 16 for Prelims

    11. নিত্যবহ নদীগুলির বেশীর ভাগ কোথায় দেখা যায়?

    • a) দক্ষিণ ভারতে
    • b) পূর্ব ভারতে
    • c) পশ্চিম ভারতে
    • d) উত্তর ভারতে

    12. আনন্দমঠের রচয়িতা কে?

    • a) রবীন্দ্রনাথ
    • b) শরৎচন্দ্র
    • c) বঙ্কিমচন্দ্ৰ
    • d) বিবেকানন্দ

    13. ভারতের একটি বিখ্যাত শীতল জলের প্রস্রবণ হল?

    • a) ভেরনাগ
    • b) সহস্রধারা
    • c) অনন্তনাগ
    • d) তাতাপানি

    14. বেজিং অলিম্পিকসের কোন্ বিভাগে ভারত স্বর্ণপদক পেয়েছে?

    • a) আর্চারি
    • b) সাঁতার
    • c) ভারোত্তোলন
    • d) শ্যুটিং

    15. চাক দে ইন্ডিয়া চলচ্চিত্রে শাহরুখ খান কোন্ চরিত্রে অভিনয় করেন?

    • a) শাহরুখ খান
    • b) কবীর খান
    • c) আরবাজ খান
    • d) আবু

    Also Read: RRB Group D 2025 Mock Test SET-66 for CBT Exam

    Answers to Kolkata Police Constable 2025 GK Practice SET-1

    Here are the answers:

    1. a
    2. b
    3. a
    4. d
    5. c
    6. a
    7. c
    8. d
    9. d
    10. b
    11. d
    12. c
    13. a
    14. d
    15. b

    The post Kolkata Police Constable 2025 GK Practice SET-1, বাংলা প্রশ্নোত্তর পর্ব first appeared on Karmasandhan.

    RELATED POSTS

    View all

    view all
    WhatsApp