Desh Videsh News – Breaking News, Politics, Business & Sports Updates

WBP Constable 2025 GK MCQs Practice Set-3: বাংলা প্রশ্নোত্তর পর্ব

January 28, 2025 | by Deshvidesh News

WBP Constable 2025 GK MCQs Practice Set-3: বাংলা প্রশ্নোত্তর পর্ব

WBP Constable 2025 GK MCQs Practice Set-3: আপনারা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable) পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সাধারণ জ্ঞান (General Knowledge) সেকশনটি পরীক্ষায় ভালো স্কোর করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্র্যাকটিস সেটে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, রাজনীতি, এবং বিভিন্ন সাম্প্রতিক ঘটনাবলীর ওপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও তাদের উত্তর বাংলায় তুলে ধরা হয়েছে।

চলুন, নিজেদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে শুরু করি প্র্যাকটিস সেট-৩ দিয়ে!

WBP Constable 2025 GK MCQs Practice Set-3: বাংলা প্রশ্নোত্তর পর্ব
WBP Constable 2025 GK MCQs Practice Set-3: বাংলা প্রশ্নোত্তর পর্ব

WBP Constable 2025 GK MCQs Practice Set-3

Here are the MCQs:

. গৌড় রাজ্যের প্রথম শাসক কে ছিলেন?

  • (a) শশাঙ্ক
  • (b) মিহির ভোজ
  • (c) রাজেন্দ্র চোল
  • (d) গোপাল

২. মহাভারতের নাটক ‘মালতীমাধব’ রচনা করেছিলেন কে?

  • (a) কালিদাস
  • (b) ভবভূতি
  • (c) ভাস
  • (d) ভট্টারিহরী

৩. রাজশেখর, বিখ্যাত কবি এবং নাট্যকার, কোন প্রতিহার রাজ্যের রাজসভায় ছিলেন?

  • (a) রামভদ্র
  • (b) মহেন্দ্রপাল
  • (c) রাজপাল
  • (d) দেবপাল

৪. কোন শাসক ‘হিরণ্যগর্ভ’ যজ্ঞ সম্পন্ন করেছিলেন?

  • (a) চন্দ্রগুপ্ত মौर্য
  • (b) দন্তিদুর্গ
  • (c) হর্ষবর্ধন
  • (d) রাজরাজা চোল

৫. পাল্লব রাজাদের মধ্যে কোন রাজত্বকালে হিউয়েন সাং কাঞ্চি নগরে আসেন?

  • (a) মহেন্দ্রবর্মণ
  • (b) নরসিংহবর্মণ
  • (c) সিমহবর্মণ
  • (d) অপরাজিতবর্মণ

৬. ‘রামপুর্ভা ষাঁড়’ বর্তমানে কোথায় সংরক্ষিত?

  • (a) সংসদ ভবন
  • (b) রাষ্ট্রপতি ভবন
  • (c) ইন্ডিয়া গেট
  • (d) প্রতিরক্ষা ভবন

৭. চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের শাসনকালে কোন রাজবংশের অবসান ঘটে?

  • (a) কুষাণ
  • (b) শক
  • (c) পাল
  • (d) প্রতিহার

৮. ‘কান্ডারিয়া মহাদেব মন্দির’ কে নির্মাণ করেছিলেন?

  • (a) চোল
  • (b) চন্দেলা
  • (c) পাল
  • (d) সতবাহন

৯. চের রাজবংশের প্রতীক কী ছিল?

  • (a) ধনুক ও তীর
  • (b) বাঘ
  • (c) মাছ
  • (d) পাখি

১০. ‘মুভেন্দার’ শব্দটি কী বোঝায়?

  • (a) তিনটি প্রধান রাজা
  • (b) তিনটি উপকূল
  • (c) তিনটি কর
  • (d) তিনটি যুদ্ধ

১১. কোন প্রাচীন রাজা ‘দেবপুত্র’ উপাধি গ্রহণ করেছিলেন?

  • (a) কুষাণ
  • (b) শক
  • (c) পাল
  • (d) হোয়সাল

১২. সতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা কে?

  • (a) শিমুকা
  • (b) গৌতমীপুত্র শাতকর্ণি
  • (c) মহেন্দ্রপাল
  • (d) রুদ্রদামন

১৩. সংগম সাহিত্যের দুটি বিভাগ কী?

  • (a) আহম এবং পুরম
  • (b) নিত্য এবং সময়
  • (c) তর্ক এবং যুক্তি
  • (d) বৈদিক এবং তান্ত্রিক

Also Read: WBP Constable 2025 GK MCQs Practice Set-2: বাংলা প্রশ্নোত্তর পর্ব

১৪. প্রাচীন ভারতের ভূমিহীন কৃষিশ্রমিকদের কী বলা হত?

  • (a) দাস কর্মকার
  • (b) শ্রেণি
  • (c) গৃহপতি
  • (d) সোনালিকা

১৫. দ্বিতীয় অশোক নামে কে পরিচিত?

  • (a) চন্দ্রগুপ্ত দ্বিতীয়
  • (b) হর্ষবর্ধন
  • (c) কানিষ্ক
  • (d) রুদ্রসেন

১৬. কুষাণ রাজবংশের দ্বিতীয় রাজধানী কী ছিল?

  • (a) পাটলিপুত্র
  • (b) মথুরা
  • (c) উজ্জয়িনী
  • (d) বৈশালী

১৭. ‘ভালভারতা’ এবং ‘বালরামায়ণ’ কার রচনা?

  • (a) কালিদাস
  • (b) রাজশেখর
  • (c) ভবভূতি
  • (d) চাণক্য

১৮. কোন রাজবংশ ‘সুবর্ণ মুদ্রা’ প্রচলন করেন?

  • (a) গুপ্ত
  • (b) কুষাণ
  • (c) পাল
  • (d) চোল

১৯. সংগম সাহিত্য কোন ভাষায় লেখা হয়েছিল?

  • (a) সংস্কৃত
  • (b) তামিল
  • (c) পালি
  • (d) প্রাকৃত

২০. পাণ্ড্য সাম্রাজ্যের বিখ্যাত শাসক কে ছিলেন?

  • (a) নেদুঞ্জেলিয়ান
  • (b) চেরান সেনগুট্টুভান
  • (c) করিকাল চোল
  • (d) বিজয়ন

২১. ‘সামখ্য’ দর্শনের প্রতিষ্ঠাতা কে?

  • (a) কপিল
  • (b) পাতঞ্জলি
  • (c) গৌতম
  • (d) জৈমিনি

২২. ‘গান্ধার আর্ট’ কোন অঞ্চলে বিকশিত হয়?

  • (a) উত্তর-পশ্চিম সীমান্ত
  • (b) দক্ষিণ ভারত
  • (c) পূর্ব ভারত
  • (d) মধ্য ভারত

২৩. ‘কাভ্য মীমাংসা’ গ্রন্থটি কে রচনা করেন?

  • (a) ভবভূতি
  • (b) রাজশেখর
  • (c) কালিদাস
  • (d) ভাস

২৪. মুদ্রার ওপর ‘ধনুক ও তীর’ প্রতীকটি কোন রাজবংশের?

  • (a) চোল
  • (b) চের
  • (c) পাল
  • (d) গুপ্ত

২৫. প্রথম ব্রাহ্মণদের জমি দান কোন রাজবংশ শুরু করেছিল?

  • (a) সতবাহন
  • (b) কুষাণ
  • (c) শক
  • (d) গুপ্ত

Also Read: WBP Constable 2025 Practice MCQs Set-2: বাংলা প্রশ্নোত্তর পর্ব

Answers to the WBP Constable 2025 GK MCQs Practice Set-3

  1. (a) শশাঙ্ক
  2. (b) ভবভূতি
  3. (b) মহেন্দ্রপাল
  4. (b) দন্তিদুর্গ
  5. (b) নরসিংহবর্মণ
  6. (b) রাষ্ট্রপতি ভবন
  7. (b) শক
  8. (b) চন্দেলা
  9. (a) ধনুক ও তীর
  10. (a) তিনটি প্রধান রাজা
  11. (a) কুষাণ
  12. (a) শিমুকা
  13. (a) আহম এবং পুরম
  14. (a) দাস কর্মকার
  15. (c) কানিষ্ক
  16. (b) মথুরা
  17. (b) রাজশেখর
  18. (b) কুষাণ
  19. (b) তামিল
  20. (a) নেদুঞ্জেলিয়ান
  21. (a) কপিল
  22. (a) উত্তর-পশ্চিম সীমান্ত
  23. (b) রাজশেখর
  24. (b) চের
  25. (a) সতবাহন

The post WBP Constable 2025 GK MCQs Practice Set-3: বাংলা প্রশ্নোত্তর পর্ব first appeared on Karmasandhan.

RELATED POSTS

View all

view all
WhatsApp